বুধবার ২২ অক্টোবর ২০২৫ - ১৯:৩৮
মুম্বাইয়ের ইমামে জুমার জামে’আতুল মুস্তাফা প্রধানের সঙ্গে সাক্ষাৎ

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ আহমদ আলী আবেদি, পবিত্র কুম নগরীতে অবস্থিত জামেয়াতুল মুস্তাফা আল-আলামিয়ার কেন্দ্রীয় দপ্তর পরিদর্শন করেন এবং হুজ্জাতুল ইসলাম ড. আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভারতের মহামান্য আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানির প্রতিনিধি ও মুম্বাইয়ের ইমামে জুমা, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ আহমদ আলী আবেদি, পবিত্র কুম নগরীতে অবস্থিত জামেয়াতুল মুস্তাফা আল-আলামিয়ার কেন্দ্রীয় দপ্তর পরিদর্শন করেন এবং হুজ্জাতুল ইসলাম ড. আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সময় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. আব্বাসি আন্তরিকভাবে স্বাগত জানান এবং জামেয়াতুল মুস্তাফা আল-আলামিয়ার জ্ঞান ও শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি বিশেষভাবে ভারতে প্রতিষ্ঠানের জ্ঞানমূলক ও সাংস্কৃতিক সেবার বিষয়ে আলোকপাত করেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ আহমদ আলী আবেদি, হুজ্জাতুল ইসলাম ড. আব্বাসির সঙ্গে সাক্ষাতে আনন্দ প্রকাশ করে জামেয়াতুল মুস্তাফা আল-আলামিয়ার একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাতের শেষে উভয় ব্যক্তিত্ব ইরান ও ভারতের মধ্যে ধর্মীয় ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির উপায় এবং যৌথ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha